তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার অপরাধে দেড় শতাধিক জেলে আটক

তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার অপরাধে দেড় শতাধিক জেলে আটক

সাইফুল ইসলাম , বরিশাল লাইভ: তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার অপরাধে দেড় শতাধিক জেলে আটক করেছে। ৯ অক্টোবর নদীতে মাছ শিকার নিষিদ্ধ ঘোষনার পর থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পর্যন্ত নৌ পুলিশ, কোষ্টগার্ড ও উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে মোট ১৭৮ জন জেলেকে আটক করেছে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে ১২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৫৪ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ দিকে মা ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ার পর থেকে বাউফল থানার সামনে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। প্রতিনিয়ত জেলেদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে দন্ড প্রদানের পর থানা হাজতে থাকা আসামীদের সাক্ষাত পাওয়ার জন্য স্বজনরা ভিড় করছেন। এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার থামছেই না। ইলিশের অন্যতম এই প্রজনন ক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিঘেœ প্রতিনিয়ত ইলিশ শিকার চলছে। বুধবার ও বৃহস্পতিবার তেঁতুলিয়া নদীর একাধিক পয়েন্টে অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে ২৯ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। সরেজমিন বাউফল থানা চদ্বর পরিদর্শন করতে গিয়ে দেখা গেছে, প্রতিদিন কারাদন্ডপ্রাপ্ত জেলেদের প্রিজন ভ্যানে বাউফল থানা থেকে পটুয়াখালী জেলা কারাগারে নেয়া হয়। জেলেদের সঙ্গে সাক্ষাত করার জন্য তাদের স্বজনরা থানা চত্বরে ভিড় করছেন। তাদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নিচ্ছেন। থানা চত্বর পরিদর্শনকালে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন আপনার স্বজন মাছ শিকারে গেল এমন প্রশ্নে কান্নাজড়িত কন্ঠে আনোয়ারা বেগম নামের এক নারী এ প্রতিনিধিকে বলেন, ‘আমার ছেলেকে নিষেধ করার পরও আমাকে না জানিয়ে নদীতে গেছে, আমি বারবার ওকে নদীতে যেতে নিষেধ করেছি, তারপরও যে কেন গেল বুঝতে পারছি না। এখন শুনলাম ১ বছর কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। এখন একনজর আমার ছেলেটারে দেখার জন্য অপেক্ষা করছি।’ কোষ্টগার্ডের কর্মকর্তা ওবায়দুল হক সাংবাদিকদের জানান তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের চরওয়াডেল, খানকা, বাতিরখাল, চর রায়সাহেব, মমিনপুরের লালচর ও নিমদী পয়েন্টে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়েছে। একই সঙ্গে ৩ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ প্রায় ২৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, জনবল ও আধুনিক যানবাহনের সংকট থাকা সত্ত্বেও মা ইলিশ রক্ষার জন্য আমরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি।